বাসস বিদেশ-৪ : ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ৫০ লাখ ছাড়িয়েছে : স্বাস্থ্য মন্ত্রণালয়

116

বাসস বিদেশ-৪
ভাইরাস-ভারত-আক্রান্ত
ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ৫০ লাখ ছাড়িয়েছে : স্বাস্থ্য মন্ত্রণালয়
নয়াদিল্লী, ১৬ সেপ্টেম্বর, ২০২০ (বাসস ডেস্ক): ভারতে মহামারি করোনাভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা বুধবার ৫০ লাখ ছাড়িয়ে গেছে। এদিকে বিশাল এ দেশে ভাইরাসটি অনেক দ্রুত গতিতে ছড়িয়ে পড়ার মধ্যে এ সংখ্যা ৫০ লাখ ছাড়ালো। স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপাত্ত থেকে এ তথ্য জানা যায়। খবর এএফপি’র।
মাত্র ১১ দিনের মধ্যে ভারতে সর্বশেষ ১০ লাখ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। বিশ্বে এটি একটি নতুন রেকর্ড। বর্তমানে দেশটিতে কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ৫০ লাখ ২ হাজারে দাঁড়িয়েছে। এক্ষেত্রে কেবলমাত্র যুক্তরাষ্ট্র ভারতের আগে রয়েছে। যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৬৫ লাখ ৯০ হাজারে দাঁড়িয়েছে।
বাসস/এমএজেড/১২২৬/-আসাচৌ