১৫ কোটি ১২ লাখ টাকা ব্যয়ে রাঙ্গামাটির জুরাছড়িতে নির্মিত হচ্ছে বহু প্রতীক্ষিত সেতু

471

রাঙ্গামাটি, ৩১ জুলাই, ২০১৮ (বাসস) : পনের কোটি ১২ লাখ টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে রাঙ্গামাটি পার্বত্য জেলার প্রত্যন্ত জুরাছড়ি উপজেলার সামিরা নামক গ্রামে শলক খালের উপর সেতুর কাজ শুরু হয়েছে। ৩০ জুলাই সোমবার সেতুর লে আউট পরিদর্শন করেন জুরাছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান রিটন চাকমা ও ১নং ইউপি চেয়ারম্যান ক্যানন চাকমা।এছাড়াও উপস্থিত ছিলেন উক্ত সেতুর কাজের কনসাল্টেন্ট মোহাম্মদ সাইদ।
ভাইস চেয়ারম্যান রিটন চাকমা জানান, এই সেতুর জায়গা স্বয়ং প্রকল্প পরিচালক পরিদর্শন করে গেছেন। সরকারের সার্বিক সহযোগিতায় বর্তমানে জুরাছড়ি উপজেলার কোটি কোটি টাকার উন্নয়ন কাজ চলমান রয়েছে।
সামিরা গ্রামের কার্বারী সঞ্জীব চাকমা বলেন,আমরা কখনো বিশ্বাস করেতে পারিনি এই প্রত্যন্ত উপজেলায় এত বড় একটি সেতু নির্মিত হবে।এই সেতুর কাজ সম্পন্ন হলে প্রত্যন্ত ইউনিয়ন দুমদুম্যা, মৈদংসহ পাশের উপজেলা বিলাইছড়ির সঙ্গেও যোগাযোগ সহজ হবে। এলাকার মানুষের অর্থনৈতিক আয়ের ক্ষমতা বৃদ্ধি পাবে।
ঠিকাদার প্রতিষ্ঠানের একজন দায়িত্বশীল প্রকৌশলী জানান, ৬টি স্পেনের উপর মূল সেতুটি যতদ্রুত সম্ভব কাজ শেষ করার চেষ্টা থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।