বাসস দেশ-৩২ : কোস্ট গার্ডের অভিযানে অবৈধ কারেন্ট জাল জব্দ

189

বাসস দেশ-৩২
বিসিজি-অভিযান
কোস্ট গার্ডের অভিযানে অবৈধ কারেন্ট জাল জব্দ
ঢাকা, ১৫ সেপ্টেম্বর, ২০২০ (বাসস) : বাংলাদেশ কোস্ট গার্ডের (বিসিজি) সদস্যরা বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকায় অভযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল ও অন্যান্য জাল জব্দ করেছে।
বিসিজি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।
এতে বলা হয়, বঙ্গোপসাগরে অবৈধ জাল ব্যবহাররোধে গত ১৩ সেপ্টেম্বর বিসিজি পূর্ব জোনের সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করে বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকা হতে ২২ লাখ মিটার কারেন্ট জাল ও সাত হাজার মিটার চরঘেরা জাল জব্দ করে। পরবর্তীতে জব্দকৃত জালসমূহ জেলা মৎস্য কর্মকর্তার নির্দেশ মোতাবেক আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট শাহ জিয়া রহমান বলেন, কোস্ট গার্ড পূর্ব জোনের সদস্যরা চলতি বছরের জানুয়ারি হতে এ পর্যন্ত ৪ কোটি ৪১ লাখ ২০ হাজার মিটার কারেন্ট জাল, ৭৩ লাখ ৯৪ হাজার মিটার চরঘেরা জাল, ২ লাখ ৯২ হাজার ১শ’ মিটার মশারি জাল, ১০ হাজার ২৫৩ টি বেহুন্দি জাল, ২ কোটি ২০ হাজার পিস চিংড়ি পোনা, ৪৫ হাজার ৬৯৫ কেজি জাটকা এবং ৯২ টি কাঠের নৌকা জব্দ করে।
বাসস/সবি/এফএইচ/২০০৬/এএএ