বাসস দেশ-৩১ : চট্টগ্রামে ২ বেকারির বিরুদ্ধে বিএসটিআই’র মামলা

221

বাসস দেশ-৩১
বিএসটিআই-মামলা
চট্টগ্রামে ২ বেকারির বিরুদ্ধে বিএসটিআই’র মামলা
চট্টগ্রাম, ১৫ সেপ্টেম্বর, ২০২০ (বাসস) : চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার শান্তিনগর ও ডিসি রোড (পশ্চিম বাকলিয়া) দেওয়ান বাজার এলাকায় অভিযান চালিয়ে দু’টি বেকারির বিরুদ্ধে মামলা করেছে পণ্যের মান প্রণয়ন এবং নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)। এসময় বেকারি দু’টি বন্ধ করে দেয়া হয়।
মঙ্গলবার বিএসটিআই’র কর্মকর্তা মো. আশিকুজ্জামান ও শিমু বিশ্বাসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
বিএসটিআই’র মামলায় অভিযুক্ত কারখানা দু’টি হলো শান্তিনগর পেরেক ফ্যাক্টরির মোড় এলাকায় ‘মের্সাস লাইট বেকারি’ এবং ডিসি রোড দেওয়ান বাজার এলাকার ‘বাংলাদেশ সুইটস্ এন্ড কনফেকশনারী বেকারি’।
বিএসটিআই’র কর্মকর্তা মো. আশিকুজ্জামান বলেন, প্রতিষ্ঠানগুলো অনুমোদন ছাড়া পাউরুটি, বিস্কিট, কেক ও বেকারি পণ্য তৈরি করে আসছিল। অনুমোদন না পাওয়া পর্যন্ত এই কারখানা দু’টি বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।
বাসস/জিই/কেএস/এফএইচ/২০০৫/এএএ