গোপালগঞ্জের কাশিয়ানীতে কারেন্ট জাল ধ্বংস ও জরিমানা

260

গোপালগঞ্জ, ১৫ সেপ্টেম্বর ২০২০ (বাসস): জেলার কাশিয়ানী উপজেলায় আজ ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ সময় অবৈধ জাল বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে পাঁচহাজার টাকা জরিমানা করা হয়।
আজ মঙ্গলবার উপজেলার বেথুড়ী ইউনিয়নের রামদিয়া বাজারে অভিযান চালিয়ে এসব কারেন্ট জাল জব্দ করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক কাশিয়ানী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহি ম্যাজিস্ট্রে আতিকুল ইসলাম।
তিনি জানান, উপজেলার রামদিয়া বাজারে অবৈধ কারেন্ট জালের বিক্রি হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয় যার আনুমানিক মুল্য তিনলাখ ৮০ হাজার টাকা। এ সময় অবৈধ জাল বিক্রির দায়ে অনাদী বিশ^াস নামের একজন ব্যবসায়ীকে পাঁচহাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দ জাল গুলো রামদিয়া বাজারে প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়।
কাশিয়ানী উপজেলা মৎস্য কর্মকর্তা শাহজাহান সিরাজ জানান, মৎস্য সম্পদ রক্ষায় অবৈধ জাল বিক্রি বন্ধে অভিযান অব্যহত থাকবে।