বাজিস-৮ : ঠাকুরগাঁওয়ে রেলওয়ের জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ

149

বাজিস-৮
ঠাকুরগাঁও- রেলওয়ে
ঠাকুরগাঁওয়ে রেলওয়ের জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ
ঠাকুরগাঁও, ১৫ সেপ্টেম্বর ২০২০ (বাসস): জেলায় রেলওয়ে স্টেশনের জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান আজ শুরু হয়েছে।
আজ মঙ্গলবার দিনব্যাপী অভিযানে আড়াইশ’টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়
এ অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পূর্ণেন্দু দেব।
উচ্ছেদ অভিযানকালে ঠাকুরগাঁও সদর উপজেলার ভূমি কর্মকর্তা কামরুল হাসান সোহাগসহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পূর্ণেন্দু দেব জানান, ঠাকুরগাঁও রেলওয়ে স্টেশনের উত্তর ও দক্ষিণ দিকে দু’পাশ দিয়ে রেলওয়ের জায়গা অবৈধভাবে দখল করে গড়ে তোলা বিভিন্ন দোকান, বসতবাড়ি, মার্কেট উচ্ছেদ করা হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
বাসস/সংবাদদাতা/১৮৩১/এমকে