বাজিস-১০ : গোপালগঞ্জে শিক্ষার্থীকে প্রধানমন্ত্রীর শিক্ষা অনুদানের চেক প্রদান

428

বাজিস-১০
গোপালগঞ্জ-চেক- প্রদান
গোপালগঞ্জে শিক্ষার্থীকে প্রধানমন্ত্রীর শিক্ষা অনুদানের চেক প্রদান
গোপালগঞ্জ, ৩১ জুলাই ২০১৮ (বাসস) : জেলার ১০ মেধাবী শিক্ষার্থীকে প্রধানমন্ত্রীর শিক্ষা অনুদানের চেক প্রদান করলেন গোপালগঞ্জ সদর উপজেলা নিবার্হী অফিসার মোছা. শাম্মী আক্তার। চেক প্রাপ্ত শিক্ষার্থীরা হলো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) শিক্ষার্থী সঞ্জয় কুমার গায়েন, রবিন দেবনাথ, মোহাম্মাদ নুর, মনিরুল ইসলাম রুকন, আশীষ দাস, সালাহ উদ্দিন, আলী হাসান, সরকারী বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজের স্নাতোকোত্তর শিক্ষার্থী প্রদীপ হালদার,  স্নাতক (সম্মান) তিথী বেপারী, শেখ ফজিলাতুন্নেছা সরকারী মহিলা কলেজের স্নাতক (সম্মান) শিক্ষার্থী শিপু মজুমদার, বৃষ্টি বৈরাগী, ও চন্দ্রদিঘলীয়া হাইস্কুলের ৯ম শ্রেণীর শিক্ষার্থী ইফতিখারুল ইসলাম।
মঙ্গলবার দুপুরে সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ ১০ শিক্ষার্থীর সাথে দেশের জন্য তাদের ভবিষ্যত পরিকল্পনা ও শিক্ষার মানোন্নয়ন সংক্রান্ত খোলামেলা আলোচনার পর তাদের হাতে প্রধানমন্ত্রীর শিক্ষা অনুদানের চেক তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার। এসময় গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সেকেন্দার আলী, জেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বদর উদ্দিন, রিপোর্টার্স ফোরাম গোপালগঞ্জ এর সাধারণ সম্পাদক এস এম নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
বাসস/সংবাদাতা/১৯২০/মরপা