অষ্ট্রেলিয়ায় মঙ্গলবার করোনায় কেউ মারা যায়নি

485

মেলবোর্ন, ১৫ সেপ্টেম্বর, ২০২০ (বাসস ডেস্ক) : অষ্ট্রেলিয়ায় গত দুই মাসের মধ্যে মঙ্গলবার প্রথমবারের মতো করোনা ভাইরাসে কেউ মারা যায়নি।
এছাড়া দেশজুড়ে করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে ৫০ জন। জুলাইয়ের শেষ ও আগস্টের প্রথমদিকে দিনপ্রতি আক্রান্ত ৭শ’ ছাড়িয়ে গিয়েছিল।
মেলবোর্নে জারি করা কঠোর নিষেধাজ্ঞা শিথিলের একদিন পর কারো মারা না যাওয়ার খবরটি এলো।
ভিক্টোরিয়ার প্রধানমন্ত্রী ড্যানিয়েল এন্ডুজ বলেন, এটি একটি বড়ো বিষয়। এটি খুবই ইতিবাচক বিষয়।
উল্লেখ্য অষ্ট্রেলিয়ার মোট আক্রান্তের দুই তৃতীয়াংশ এবং মোট মৃত্যুর ৯০শতাংশ ভিক্টোরিয়া রাজ্যে ঘটেছে।