ফিজিতে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প

315

হংকং, ১৫ সেপ্টেম্বর, ২০২০ (বাসস ডেস্ক) : ফিজির দ্বীপাঞ্চলীয় লাবাসা শহরের ১৪৯ কিলোমিটার উত্তরপূর্বাঞ্চলে মঙ্গলবার ৬ দশমিক ১ মাত্রার মভূমিকম্প আঘাত হেনেছে। গ্রিনীজ মান সময় বেলা ৪টা ১২ মিনিট ১৭ সেকেন্ডে ভূমিকম্পটি আঘাত হানে। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ কেন্দ্র এ কথা জানায়। খবর সিনহুয়া’র।
এই ভূমিকম্পের উৎপত্তি মাটির ১০ কিলো মিটার গভীরে এবং ভূমিকম্পটি প্রাথমিকভাবে ১৫ দশমিক ১৪৫ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ এবং ১৭৯ দশমিক ৭৯৩৪ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে আঘাত হানে।