বাসস বিদেশ-৮ : ফিজিতে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প

185

বাসস বিদেশ-৮
ফিজি-ভূমিকম্প
ফিজিতে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প
হংকং, ১৫ সেপ্টেম্বর, ২০২০ (বাসস ডেস্ক) : ফিজির দ্বীপাঞ্চলীয় লাবাসা শহরের ১৪৯ কিলোমিটার উত্তরপূর্বাঞ্চলে মঙ্গলবার ৬ দশমিক ১ মাত্রার মভূমিকম্প আঘাত হেনেছে। গ্রিনীজ মান সময় বেলা ৪টা ১২ মিনিট ১৭ সেকেন্ডে ভূমিকম্পটি আঘাত হানে। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ কেন্দ্র এ কথা জানায়। খবর সিনহুয়া’র।
এই ভূমিকম্পের উৎপত্তি মাটির ১০ কিলো মিটার গভীরে এবং ভূমিকম্পটি প্রাথমিকভাবে ১৫ দশমিক ১৪৫ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ এবং ১৭৯ দশমিক ৭৯৩৪ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে আঘাত হানে।
বাসস/অনু- জেজেড/১৭০০/জেহক