বাজিস-৮ : কোটালীপাড়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

415

বাজিস-৮
কোটালীপাড়া-বিতরণ
কোটালীপাড়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
গোপালগঞ্জ, ৩১ জুলাই ২০১৮ (বাসস) : জেলার কোটালীপাড়া উপজেলায় নিউ লাইফ স্ট্রাস্টের সহযোগিতায় উনশিয়া শিশু নিকেতনের উদ্যোগে বনজ ও ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উনশিয়া শিশু নিকেতন চত্বরে উপজেলা নির্বাহী অফিসার এসএম মাহফুজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যানিকেতনের কোমলমতি শিক্ষার্থীদের হাতে এ সব বনজ ও ফলদ গাছের চারা তুলে দেন।
এ সময় সাংবাদিক গৌরাঙ্গ লাল দাস, ওয়ার্ল্ড ভিশন কোটালীপাড়া এপির ম্যানেজার সিলভীয়া ডেইজী, উনশিয়া শিশু নিকেতনের প্রধান শিক্ষক বিনীতা সরকার, সহকারী শিক্ষক সীমা সরকার, টিপু রানী সাহা, পান্না রানী দাস, রতাল উনশিয়া চাইল্ড স্পন্সরশীপ প্রোগ্রামের ম্যানেজার রুবেন সরকার, সমাজ সেবক জহর লাল সাহা, মানিক সরকারসহ শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। বিদ্যানিকেতনের ১০৫ জন শিক্ষার্থীর মাঝে একটি করে ফলদ ও একটি করে বনজ গাছের চারা বিতরণ করা হয়।
বাসস/সংবাদদাতা/১৯০০/মরপা