জনস্বাস্থ্য রক্ষায় হাঁস-মুরগি পালনের ওপর গুরুত্বারোপ

448

রাজশাহী, ৩১ জুলাই, ২০১৮ (বাসস) : বক্তারা এখানে এক আলোচনায় ক্যান্সার, হৃদরোগ ও হেপাটাইটিসের মত বিভিন্ন ধরনের দুরারোগ্য ব্যাধি থেকে মানুষের স্বাস্থ্য সুরক্ষায় স্বাস্থ্য সম্মত মাংস প্রাপ্তির লক্ষ্যে নিরাপদ হাঁস-মুরগি পালন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। ভালোমানের হাঁস-মুরগির পালনের পূর্বশর্ত নিরাপদ পোল্ট্রি খাবার। এবং তা উৎপাদন ও বিপণনের বিষয়টি নিশ্চিত করতে হবে উল্লেখ করে তারা বলেন, এব্যাপারে সরকারি ও বেসরকারি সকল সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে এক সাথে কাজ করা উচিত।
জেলার পবা উপজেলার এমআরকে কলেজ হলরূমে গতকাল বিকেলে ‘পোল্ট্রি ফিড সেফটি এন্ড কনজিউমার রাইট্স’ প্রতিপাদ্যে পোল্ট্রি কৃষকদের সঙ্গে এক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।
ইউকেএইড ও ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় বাংলাদেশ কনজিউমার এসোসিয়েশন এই সভার আয়োজন করে। এতে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ইসমাইল হক, মাঠ পর্যায়ের কর্মকর্তা মহিদুল হাসান ও মোজাম্মেল হক প্রমুখ।