বাসস দেশ-৩১ : জাতীয় মৎস্য পুরস্কার পেলেন ১৭ ব্যক্তি ও প্রতিষ্ঠান

195

বাসস দেশ-৩১
মৎস্য-পুরস্কার
জাতীয় মৎস্য পুরস্কার পেলেন ১৭ ব্যক্তি ও প্রতিষ্ঠান
ঢাকা, ৩১ জুলাই ২০১৮ (বাসস) : জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী দিনে মৎস্যখাতে উল্লেখযোগ্য অবদানের জন্য দেশের ১৭টি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে জাতীয় মৎস্য পুরস্কার-২০১৮ প্রদান করা হয়েছে।
১২ ক্যাটাগরিতে ১৭টি পুরস্কারের মধ্যে পাঁচটি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে স্বর্ণপদক ও নগদ ৫০ হাজার টাকা এবং ১২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে রৌপ্যপদক ও ৩০ হাজার করে টাকা প্রদান করা হয়।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ সোমবার জাতীয় জাদুঘরে পুরস্কারপ্রাপ্তদের হাতে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার ও সনদ তুলে দেন।
মৎস্য চাষ, উৎপাদন, রপ্তানিসহ মৎস্যখাতে উল্লেখযোগ্য অবদান রাখায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে প্রতিবছর জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী দিবসে এই পুরস্কার প্রদান করা হয়ে থাকে।
মৎস্য অধিদপ্তরের ডিজি গুলজার হোসেনের সভাপতিত্বে সংসদ সদস্য আফিল উদ্দিন চৌধুরী, কোস্টগার্ডের ডিজি আওরঙ্গজেব চৌধুরী, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অরুন কুমার মালাকার এবং মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান দিলদার আহমেদ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
বাসস/তবি/বিকেডি/১৮৪৮/কেএমকে