পাকিস্তান সফরের প্রস্তাব প্রত্যাখ্যান করলো নিউজিল্যান্ড ক্রিকেট

283

ওয়েলিংটন, ৩১ জুলাই, ২০১৮ (বাসস) : চলতি বছরের শেষ দিকে জাতীয় ক্রিকেট দলের পাকিস্তান সফরের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। নিউজিল্যান্ড ক্রিকেট। আগামী অক্টোবর-নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে তিনটি করে টেস্ট, ওয়ানডে ও টি-২০ ম্যাচের একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলার সূচি রয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট দলের। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) দেশের মাটিতে টি-২০ সিরিজটি খেলার প্রস্তাব করেছিল। তবে নিরাপত্তা শংকার কারণে পিসিবির সে প্রস্তাব ফিরিয়ে দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট(এনজেডসি)।
এনজেডসি চেয়ারম্যান গ্রেগ বার্কলে নিউজহাবকে বলেন, ‘শেষ পর্যন্ত আমাদেরকে নিরাপত্তা বিষয়ক রিপোর্ট আমাদের মানতে হবে। নি:সন্দেহে পিসিবি হতাশ হয়েছে। আমি মনে করছি নিউজিল্যান্ডের মতো দল দিয়ে পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করতে চেয়েছিল।’
‘সুতরাং তারা হতাশ হয়েছে। তবে তারা ভাল, তাদের সঙ্গে সত্যিই আমাদের ভাল সম্পর্ক রয়েছে এবং আমাদের সিদ্ধান্ত তারা পুরোপুরি মেনে নেবে বলে আমি মনে করি।’
২০০৯ সালে লাহোরে শ্রীলংকা দল বহনকারী বাসে হামলার পর থেকে পাকিস্তান তাদের অধিকাংশ ম্যাচ সংযুক্ত আরব আমিরাতের মাটিতে খেলে আসছে। ২০১৫ সালে দুর্বল জিম্বাবুয়ে সিমিত ওভারের একটি সিরিজ খেলে সে অচলায়তন ভাঙ্গে। তথাপি সে সিরিজে গাদ্দাফি স্টেডিয়ামের কাছে একটি বোমা বিস্ফোরণ ঘটেছিল।
এ বছর এপ্রিলে ওয়েস্ট ইন্ডিজ দলও পাকিস্তানে একটি তিন ম্যাচের একটি টি-২০ সিরিজ খেলতে পাকিস্তান সফর করেছিল তবে দলের তারকা খেলোযাড়রা বর্জন করেছিল।
সর্বশেষ ২০০৩ সালে পাকিস্তান সফর করেছিল নিউজিল্যান্ড দল। তবে টিম হোটেলের কাছ আত্মঘাতি বোমা বিস্ফোরণের পর সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে যায় কিউইরা।
ওয়েস্ট ইন্ডিজ দলের সফরের সিদ্ধান্ত সম্পর্কে বার্কলে বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের সিদ্ধান্তের প্রক্রিয়া সম্পর্কে আমি কোন মন্তব্য করতে পারি না। হতে পারে সেখানে ভিন্ন কিছু ছিল। আমি শুধু বলতে পারি অত্যন্ত কঠিন প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের সিদ্ধান্ত গৃহীত হয়।’