বাসস দেশ-৭ : প্রধান সব নদ নদীর পানি সমতল বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে

114

বাসস দেশ-৭
নদ নদী-পরিস্থিতি
প্রধান সব নদ নদীর পানি সমতল বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে
ঢাকা, ১৪ সেপ্টেম্বর, ২০২০(বাসস): দেশের সকল প্রধান নদ নদীর পানি সমতল বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
ব্রহ্মপুত্র-যমুনা নদÑনদীর পানি সমতল স্থিতিশীল আছে,অপরদিকে গঙ্গা-পদ্মা কুশিয়ারা নদীসমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে।
যা আগামী ২৪ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
দেশের ১০১ টি পর্যবেক্ষণাধীন পানি সমতল ষ্টেশনের মধ্যে বৃদ্ধি পেয়েছে ৪৩ টির, হ্রাস পাচ্ছে ৫৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪ টির।
গত ২৪ ঘন্টায় সারাদেশে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে, জাফলং ১৫৪ মিলিমিটার,পঞ্চগড় ১০০ মিলিমিটার,দূর্গাপুর ৭৫ মিলিমিটার,লরের গড়ে ৭৫ মিলিমিটার,ডালিয়া ৫৫ মিলিমিটার,মহেশখেলা ৫১ মিলিমিটার।
বাসস/সবি/এসএস/১৫০৫/-আসাচৌ