পিরোজপুরে ১০৯ কোটি টাকা ব্যয়ে ৮টি মডেল মসজিদ নির্মাণ কাজ এগিয়ে চলেছে

344

পিরোজপুর, ১৪ সেপ্টেম্বর, ২০২০ (বাসস) : জেলায় ১০৯ কোটি টাকা ব্যয়ে ৮টি মডেল মসজিদ নির্মাণ কাজ এগিয়ে চলছে। জেলার পিরোজপুর সদরে ২টি, নাজিরপুর,কাউখাল,-ভান্ডারিয়া,স্বরূপকাঠী,ইন্দুরকানী ও মঠবাড়িয়া উপজেলা সদরে১টি করে দৃষ্টিনন্দন তিন তলা প্রতিটি মসজিদ নির্মাণে ব্যয় করা হচ্ছে ১৩ কোটি ৪১ লক্ষ ৮০ হাজার টাকা। জেলা সদরে একটি মডেল মসজিদ নির্মাণে বরাদ্দ রয়েছে ১৫ কোটি ৬১ লক্ষ ৮১ হাজার টাকা।
গণপূর্ত অধিদপ্তরের পিরোজপুর বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় এ ভবন নির্মাণ করছে। জেলা সদরের বাইপাস সড়কে এ মডেল মসজিদ নির্মাণের স্থান ও দরপত্র চ’ড়ান্ত করে ঠিকাদারকে কার্যাদেশ দেয়া হয়েছে এবং এরই মধ্যে নির্মাণ কাজ শুরু হয়েছে। এ মসজিদটি হবে ৪তলা বিশিষ্ট। এসব সকল মডেল মসজিদে ইসলাম ধর্মীয় বই পুস্তুক এর লাইব্রেরি কক্ষ থাকবে। প্রতিটি মসজিদের নিচ তলার মেঝ হবে ১২ হাজার বর্গফুটের। ১ম ও ২য় তলার প্রতিটি মেঝ হবে ৭ হাজার ৮শত বর্গফুটের এবং প্রতিটি মেঝে উঠা নামার জন্য ৩টি করে সিঁড়ি থাকবে। গাড়ি পার্কিং এর ব্যবস্থাও থাকবে প্রতিটি মসজিদে। গণপূর্ত অধিদপ্তরের পিরোজপুর বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আবদুল্লাহ আল মাসুম জানান, ২০২১-২২ অর্থ বছরে এ ৮টি মডেল মসজিদ নির্মাণ কাজ শেষ হবে। ইতোমধ্যেই গড়ে ৮টি মসজিদের প্রায় ১০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে এবং দ্রুতগতিতে নির্মাণ কাজ এগিয়ে চলছে।