বাসস বিদেশ-৪ : জাপানে অ্যাবের উত্তরসূরি নির্বাচন করছে ক্ষমতাসীন দল

118

বাসস বিদেশ-৪
জাপান -উত্তরসূরি
জাপানে অ্যাবের উত্তরসূরি নির্বাচন করছে ক্ষমতাসীন দল
টোকিও, ১৪ সেপ্টেম্বর, ২০২০(বাসস ডেস্ক) : জাপানের ক্ষমতাসীন দল সোমবার প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের উত্তরসূরি নির্বাচন করছে।
শিনজো অ্যাবের ডান হাত বলে বিবেচিত ইউশিহাইদে সুগা’র নির্বাচিত হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি বলে মনে করা হচ্ছে।
ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)’র ভোটে নির্বাচিত পার্টি প্রধান বুধবারের পার্লামেন্ট ভোটে দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন।
সুগা’র শক্তিশালী দুই প্রতিদ্বন্দ্বী রয়েছেন। তারা হলেন সাবেক প্রতিরক্ষা মন্ত্রী শিগেরো ইশিবা এবং পার্টি পলিসি প্রধান ফুমিও কিশিদা।
আগস্টের শেষ দিকে আধুনিক জাপানে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে শারিরীক কারণ দেখিয়ে পদত্যাগের ঘোষণা দেন। নতুন নেতা জনসমর্থনের জন্যে আগাম নির্বাচন দিতে পারেন বলেও জল্পনা-কল্পনা চলছে।
বাসস/জুনা/১৩২৫/জেহক