বাসস দেশ-২৯ : শাহজালালে এক কেজি ওজনের স্বর্ণের প্লেটসহ এক যাত্রী আটক

342

বাসস দেশ-২৯
স্বর্ণ উদ্ধার-আটক
শাহজালালে এক কেজি ওজনের স্বর্ণের প্লেটসহ এক যাত্রী আটক
ঢাকা, ১৩ সেপ্টেম্বর, ২০২০ (বাসস): হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক কেজি ওজনের একটি স্বর্ণের প্লেটসহ এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজের প্রিভেন্টিভ টিমের সদস্যরা। আটককৃত ওই যাত্রীর নাম খোরশেদ আলম। জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় ৬০লাখ টাকা।
ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার সোলায়মান হোসেন বাসসকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেল সাড়ে ৩টার দিকে সৌদি আরবের জেদ্দা থেকে সৌদি এয়ারলাইন্সের (এসভি-৩০০৮) উড়োজাহাজে আসা খোরশেদ আলমকে ঢাকা কাস্টমস হাউসের সদস্যরা বিমানবন্দরের গ্রীণ চ্যানেল এলাকায় তল্লাশী করে। তার সঙ্গে থাকা ব্যাগ স্ক্যানিং করলে ব্যাগের ভেতরে থাকা ইলেকট্রিক হটপটের মধ্যে কৌশলে লুকায়িত অবস্থায় একটি স্বর্ণের প্লেট পাওয়া যায়। আটককৃত যাত্রী খোরশেদ আলমের বিরুদ্ধে কাস্টমস আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বাসস/সংবাদদাতা/এমএমবি/২১০৫/-কেএমকে