চট্টগ্রামে সাবেক সংসদ সদস্য বদির বিচার শুরু

282

চট্টগ্রাম, ১৩ সেপ্টেম্বর, ২০২০ (বাসস) : দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির বিরুদ্ধে চার্জ গঠন করেছে আদালত। এরমধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে মামলার বিচার শুরু হলো।
রোববার চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. ইসমাইল হোসেনের আদালতে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। আগামী ১৫ অক্টোবর এই মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছে আদালত।
এরআগে ৪৩ লাখ ৪৩ হাজার ৯৯৪ টাকার তথ্য গোপন এবং ৬৬ লাখ ৭০ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালে বদির বিরুদ্ধে মামলাটি করে দুদক। পরের বছর ২০০৮ সালের ২৪ জুন তদন্ত শেষে তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।
আবদুর রহমান বদি কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের দু’বারের সংসদ সদস্য। বিভিন্ন কর্মকান্ডের কারণে সমালোচনার মুখে ২০১৮ সালের ডিসেম্বরের নির্বাচনে মনোনয়ন বঞ্চিত হন তিনি। সেই আসনের বর্তমান সংসদ সদস্য তার স্ত্রী শাহীন আক্তার চৌধুরী।