বাজিস-৭ : নীলফামারীতে কৃষকদের মাঝে বিনামূল্যে শাক-সবজির বীজ বিতরণ

124

বাজিস-৭
নীলফামারী- বিতরণ
নীলফামারীতে কৃষকদের মাঝে বিনামূল্যে শাক-সবজির বীজ বিতরণ
নীলফামারী, ১৩ সেপ্টেম্বর, ২০২০ (বাসস) : জেলার সদর উপজেলায় বন্যার ক্ষতি পোষাতে কৃষি প্রণোদনার আওতায় আজ দুইশ’জন কৃষকের মাঝে বিনামূল্যে বিভিন্ন শাক-সবজির বীজ বিতরণ করা হয়েছে।
আজ রোববার দুপুর ১২টার দিকে উপজেলা কৃষি কর্মকর্তার সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ওই বীজ বিতরণ করা হয়।
সদর উপজেলা কৃষি দপ্তর আয়োজিত এ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য দেন নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. আব্দুল মোতালেব, জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. ওবাইদুর রহমান ম-ল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. কামরুল হাসান প্রমুখ।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল হাসান জানান, বন্যার ক্ষতি পোষাতে দুইশ’ জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মাঝে ডাঁটাশাক, লালশাক, পুঁইশাক, কলমি শাক, মুলা, লাউ, শষা, মিষ্টিকুমড়া, করলাসহ ১৪ প্রকার শাক-সবজীর বীজ বিতরণ করা হয়।
বাসস/সংবাদদাতা/১৮৩৫/-এমকে