বাসস ক্রীড়া-৯ : আইপিএলে নাইট রাইডার্সে খেলবেন যুক্তরাষ্ট্রের আলি

121

বাসস ক্রীড়া-৯
ক্রিকেট-আলি খান
আইপিএলে নাইট রাইডার্সে খেলবেন যুক্তরাষ্ট্রের আলি
দুবাই, ১৩ সেপ্টেম্বর ২০২০ (বাসস) : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ইতিহাসে প্রথমবারের মত যুক্তরাষ্ট্রের ক্রিকেটার হিসেবে সুযোগ পেলেন পেসার আলি খান। কাঁধের ইনজুরির কারনে ছিটকে পড়া হ্যারি গার্নির পরিবর্তে আলিকে দলে নিলো কলকাতা নাইট রাইডার্স। গার্নির ছিটকে পড়ার পর বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের নামও উঠে এসেছিলো। কিন্তু শ্রীলংকা সফর থাকায় ফিজকে ছাড়তে চায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সদ্যই শেষ হওয়া ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে খেলেছেন ডান-হাতি পেসার আলি। কলকাতার মালিক বলিউড তারকা শাহরুখ খানেরই মালিকানাধীন এই ত্রিনবাগো। এবারের আসরে চ্যাম্পিয়নও হয়েছে ত্রিনবাগো।
৮ ম্যাচে ৮ উইকেট নিয়েছেন ২৯ বছর বয়সী আলি। ইকোনমি রেট ৭ দশমিক ৪৩। গত বছর থেকেই আলির প্রতি নজর ছিলো কেকেআরের।
বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেললেও, দেশের হয়ে মাত্র ১টি ওয়ানডে খেলেছেন আলি। সেটিও আবার পাপুয়া নিউগিনির বিপক্ষে আইসিসি বিশ্ব ক্রিকেট ডিভিশন টু লিগে।
তবে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেই নজরে আসেন আলি। গত বছরের ডিসেম্বরে আইপিএল নিলামে তাকে কেউ কিনেনি। এবার কপাল খুললো তার।
আলির জন্ম পাকিস্তানের পাঞ্জাবে। শৈশবও কেটেছে পাকিস্তানে। ছোট থেকেই ক্রিকেটের প্রতি বাড়তি টান ছিলো তার। রাওয়ালপিন্ডি এক্সপ্রেস শোয়েব আখতারের ভক্ত হওয়ায়, পেস বোলার হবার স্বপ্ন দেখে বড় হন আলি। ১৯ বছর বয়সে বাবার চাকরির সুবাদে পরিবারের সাথে যুক্তরাষ্ট্রে চলে যান।
২০১৯ সালে জাতীয় দলে সুযোগ পান আলি। এখন ‘ইয়র্কার মেশিন’ নামেই জাতীয় পরিচিত তিনি। এবার বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লিগে নিজেকে প্রমানের পালা আলির।
সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে আইপিএলের ত্রয়োদশ আসর।
বাসস/এএমটি/১৮২৫/স্বব