বাংলাদেশের বিপক্ষে টি-২০ সিরিজে বিশ্রামে গেইল

223

বার্বাডোজ, ৩১ জুলাই ২০১৮ (বাসস) : ক্রিস গেইলকে বিশ্রাম দিয়ে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজের জন্য দল ঘোষণা করলো ওয়েস্ট ইন্ডিজ। তবে ঘোষিত ১৩ সদস্যের ওয়েস্ট উইন্ডিজ দলে আছেন শেষ দু’টি ওয়ানডেতে ইনজুরির কারণে খেলতে না পারা বিধ্বংসী অলরাউন্ডার আন্দ্রে রাসেল। এছাড়া দলে ফিরেছেন বাঁ-হাতি পেসার শেলডন কটরেল।
সদ্যই শেষ হওয়া বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তিন ম্যাচের তিন ইনিংসে ১৪২ রান করেন গেইল। তিন ম্যাচে গেইলের রান ছিলো- ৪০, ২৯ ও ৭৩ রান করেন তিনি। শেষ ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠলেও দলের হার এড়াতে পারেননি গেইল। ফলে শেষ ওয়ানডে ১৮ রানে জিতে সিরিজ পকেটে ভরে বাংলাদেশ।
গেইলের বাদ পড়া নিয়ে ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাচক কোর্টনি ব্রাউন বলেন, ‘আমরা গেইলকে বিশ্রাম দিয়েছি। বোলিং আক্রমণে বৈচিত্র্য আনতে কটরেলকে দলে নেয়া হয়েছে। গেল মে লর্ডসে চ্যারিটি ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করেছে দল। হাঁটুর ইনজুরির কারণে পুনর্বাসনে থাকায় বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে পারেননি মারলন স্যামুয়েলস। তবে টি-২০ দলে থাকছেন স্যামুয়েলস।
বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৯ ওভারে ৫৯ রানে ১ উইকেট নেন কটরেল নিউজিল্যান্ডের বিপক্ষে গত জানুয়ারিতে সর্বশেষ টি-২০ ম্যাচ খেলেছেন। রায়াদ এমরিতের জায়গায় দলে জায়গা পান তিনি।
আগামীকাল ভোর সাড়ে ছয়টায় সেন্ট কিটসে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। পরের দু’টি টি-২০ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হবে ৪ ও ৫ আগস্ট।
ওয়েস্ট ইন্ডিজ টি-২০ দল : কার্লোস ব্র্যার্থওয়েট (অধিনায়ক), স্যামুয়েল বদ্রি, শেলডন কটরেল, আন্দ্রে ফ্লেচার, এভিন লুইস, অ্যাশলে নার্স, কেমো পল, রোভম্যান পাওয়েল, দিনেশ রামদিন (উইকেটরক্ষক), আন্দ্রে রাসেল, মারলন স্যামুয়েলস, চাঁদউইক ওয়ালটন ও কেসরিক উইলিয়ামস।