বাসস দেশ-২৩ : জাতীয় শোক দিবস পালন উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়

149

বাসস দেশ-২৩
শোক দিবস-কর্মসূচি
জাতীয় শোক দিবস পালন উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়
ঢাকা, ৩১ জুলাই, ২০১৮ (বাসস) : স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আগামীকাল মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারিরা কালোব্যাজ ধারণের মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হবে।
আজ মঙ্গলবার বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাতীয় শোক দিবস পালন সংক্রান্ত্র এক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। জনপ্রশাসন সচিব ফয়েজ আহম্মেদ এই কর্মসূচি ঘোষণা করেন। এ সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক উপস্থিত ছিলেন।
এছাড়াও কর্মসূচির মধ্য রয়েছে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, জাতীয় শোক দিবসে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, রক্তদান, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মিলাদ ও দোয়া মাহফিলসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শোক দিবস উপলক্ষে আগামী ১৫ আগস্ট বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে ‘বঙ্গবন্ধু ও স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এছাড়াও সারাদেশের সকল জেলা প্রশাসক কার্যালয়ে মন্ত্রণালয়ের আলোকে জাতীয় শোক দিবসের কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বাসস/এএসজি/বিকেডি/১৮০০/শহক