বাজিস-৪ : যশোরে ১ লাখ ৩৯ হাজার ২৫ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ

128

বাজিস-৪
যশোর-আমন ধান
যশোরে ১ লাখ ৩৯ হাজার ২৫ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ
যশোর, ১৩ সেপ্টেম্বর, ২০২০ (বাসস) : চলতি মওসুমে যশোরের ৮ উপজেলায় ১ লাখ ৩৯ হাজার ২৫ হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩লাখ ৯৪হাজার ১শ’৪০মেট্রিক টন চাল।এ মওসুমে আবাদের লক্ষ্যমাত্রা প্রায় শতভাগ অর্জিত হয়েছে বলে জানালেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের উপসহকারী কৃষি কর্মকর্তা মো: শরিফুল ইসলাম।
যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে,চলতি মওসুমে উপজেলাওয়ারী আমন চাষের লক্ষ্যমাত্রা হচ্ছে-সদর উপজেলায় ২৫হাজার ৮শ’৩০হেক্টর জমিতে, মনিরামপুর উপজেলায় ২২হাজার ৫শ’৩০ হেক্টরে, শার্শা উপজেলায় ২১হাজার ৪শ’৭০ হেক্টরে, ঝিকরগাছা উপজেলায় ১৮হাজার ১শ’ হেক্টরে,বাঘারপাড়া উপজেলায় ১৭হাজার ১শ’৪০ হেক্টরে, চৌগাছা উপজেলায় ১৭হাজার ৫০ হেক্টরে, কেশবপুর উপজেলায় ৯হাজার ২শ’৭৫ হেক্টরে এবং অভয়নগর উপজেলায় ৭হাজার ৬শ’৩০ হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের উপ-পরিচালক বাদল চন্দ্র বিশ্বাস বলেন, অন্য ধানের চেয়ে আমন ধান উৎপাদনে খরচ কম এবং চলতি বছর বোরো ধানের দাম ভালো পাওয়ায় এ জেলায় আমন ধান চাষের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে।
বাসস/সংবাদদাতা/১১১৮/নূসী