বাজিস-৩ : কালাই পৌরসভা উপ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বেলাল তালুকদার

115

বাজিস-৩
জয়পুরহাট-বেলাল তালুকদার
কালাই পৌরসভা উপ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বেলাল তালুকদার
জয়পুরহাট, ১৩ সেপ্টেম্বর, ২০২০ (বাসস) : জেলার কালাই পৌরসভার উপ নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন লাভ করেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা তৌফিকুল ইসলাম তালুকদার (বেলাল তালুকদার)।
দলীয় সূত্রে জানা যায়, বেলাল তালুকদার কালাই উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি কালাই পৌরসভার সাবেক মেয়র হিসেবেও দায়িত্ব পালন করেছেন। আওয়ামী লীগ সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষরিত পত্রের মাধ্যমে বেলাল তালুকদার কালাই পৌরসভার উপ নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়েছেন বলে জানান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম সোলায়মান আলী। দলীয় মনোনয়ন লাভের পর বেলাল তালুকদার জানান, আমি নির্বাচিত হলে কালাই পৌরসভাকে আধুনিক ও ডিজিটাল পৌরসভায় পরিণত করবো। উল্লেখ্য, চলতি ২০২০ সালের ৫ ফেব্রুয়ারি কালাই পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি খন্দকার হালিমুল আলম জন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলে মেয়র পদটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। পরে করোনা পরিস্থিতির কারণে শূন্য আসনে নির্বাচন করা সম্ভব হয়নি। বর্তমানে করোনা প্রাদূর্ভাব তুলনামূলক কমে যাওয়া এবং সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আগামী ১০ অক্টোবর উপ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোণনা অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৫ সেপ্টেম্বর, বাছাই ১৬ সেপ্টেম্বর এবং ২৩ সেপ্টেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে বলে জানান, জেলা নির্বাচন অফিসার মো: শহিদুল ইসলাম।
বাসস/সংবাদদাতা/১০৪১/নূসী