বাসস দেশ-২২ : শাহজালালে সোনার বারসহ দু’জন আটক

156

বাসস দেশ-২২
শাহজালাল- সোনা উদ্ধার
শাহজালালে সোনার বারসহ দু’জন আটক
ঢাকা, ৩১ জুলাই, ২০১৮ (বাসস) : ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিমের কর্মকর্তারা আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩ কেজি ৭১২ গ্রাম ওজনের ৩২ পিস সোনারবারসহ দু’জনকে আটক করেছে ।
আটকৃতরা হলেন, ইউএস-বাংলা এয়ারলাইন্সের যাত্রী হাসান মোহাম্মদ মোহসিন চৌধুরী (৪৭) ও একই এয়ারলাইন্সের ভিআইপি গাড়িচালক মো. আরিফুজ্জামান পলাশ (৩৩)। উদ্বারকৃত সোনার বর্তমান বাজার মূল্য প্রায় ১ কোটি ৮৬ লাখ টাকা।
আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে বিমানবন্দরের ইন্টারন্যাশনাল অ্যারাইভাল এলাকা থেকে সোনাসহ গাড়িটি আটক করা হয়।
ঢাকা কাস্টম হাউসের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী বাসস’কে সোনা আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার সকাল ৮টায় দিকে ওমান থেকে চট্টগ্রাম হয়ে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি (বিএস-৩২২) বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ওই বিমানের যাত্রী ছিলেন হাসান মোহাম্মদ মোহসিন চৌধুরী (৪৭)। সেখান থেকে তাকে ভিআইপি গাড়িতে করে ইন্টারন্যাশনাল অ্যারাইভালে নিয়ে আসে গাড়ি চালক আরিফুজ্জামান পলাশ। এ গাড়ী থেকে কালো স্কচটেপে মোড়ানো অবস্থায় বারগুলো পাওয়া যায়।
বাসস/সংবাদদাতা/এফএইচ/১৭৫০/- জেজেড