বাজিস-৮ : নীলফামারীর সৈয়দপুরে দেড়হাজার মাস্ক বিতরণ

194

বাজিস-৮
নীলফামারী-মাস্ক বিতরণ
নীলফামারীর সৈয়দপুরে দেড়হাজার মাস্ক বিতরণ
নীলফামারী, ১২ সেপ্টেম্বর ২০২০ (বাসস): জেলার সৈয়দপুর উপজেলায় করোনা প্রতিরোধের লক্ষ্যে দেড়হাজার মাস্ক বিতরণ করেছে স্থানীয় পূবালী স্কাউটস বিজ্ঞান ক্লাব।
আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সৈয়দপুর শহরের নতুন বাবুপাড়ায় সংগঠনের কার্যালয়ে ওই মাস্ক বিতরণ করা হয়।
বিজ্ঞান ক্লাবের উপদেষ্টা মো. বখতিয়ার কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলায় সমাজসেবা অধিদপ্তরের সহকারি পরিচালক নুসরাত ফাতেমা।
এসময় উপস্থিত ছিলেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসনাত খান, সৈয়দপুর পৌরসভার কাউন্সিলর মো. আব্দুল খালেক সাবু, সংগঠনের প্রতিষ্ঠাতা মো. নজরুল ইসলাম বুলবুল, সহসভাপতি মো. সাইফুল ইসলাম পলাশ ও সাধারণ সম্পাদক এস কে কাইয়ুম প্রমুখ।
সংগঠনের সাধারণ সম্পাদক এস কে কাইয়ুম জানান, সংগঠনের সদস্যরা শহরের বিভিন্ন স্থান ঘুরে দেড়হাজার মাস্ক বিতরণ করেছেন। করোনা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টিতে বিলবোর্ড স্থাপন, লিফলেট, হ্যা- স্যানিটাইজার, মাস্ক ও ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান আছে।
বাসস/সংবাদদাতা/১৯৫৫/-এমকে