সংকটে মোকাবেলায় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে : এমএ মান্নান

265

ঢাকা, ১২ সেপ্টম্বর, ২০২০ (বাসস) : পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, করোনাসহ সকল সংকটে মোকাবেলায় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে।
আজ শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু একাডেমির উদ্যোগে আয়োজিত আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের প্রয়াত মুখপাত্র মোহাম্মদ নাসিমের স্মরণ সভায় এসব কথা বলেন।
এম এ মান্নান বলেন, মনে রাখতে হবে গণমানুষের দল আওয়ামী লীগকে শক্তিশালী করতে পারলে মোহাম্মদ নাসিমসহ সকল নেতাকে শ্রদ্ধা জানানো হবে। এটা করতে পারলে দেশ হবে সত্যিকারের অসাম্প্রদায়িক।
তিনি বলেন, মোস্তাকের ক্যাবিনেটে জাতীয় নেতাদের যোগ দিতে বলেন, অনেকে যোগ দেন তবে জাতীয় চার নেতা যোগ দেন নাই। এ কারণে ষড়যন্ত্র করে তাদের নির্মমভাবে হত্যা করা হয়েছে। ওই চার নেতার অন্যতম একজন ছিলেন ক্যাপ্টেন মনসুর আলী, তাকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। তার পুত্র মোহাম্মদ নাসিমকেও আমরা সেভাবে স্মরণ করতে চাই।
তিনি বলেন, মোহাম্মদ নাসিমের অনেক ত্যাগ, শ্রম রয়েছে গণ মানুষেরর দল আওয়ামী লীগের জন্য। আমাদের ওপর মাঝে মাঝে ঝড় আসে, তুফানের মত বাতাসও আসে তবে ভয়ের কিছু নেই। মনে রাখতে হবে আমাদের মূল সংগঠন ততোদিন থাকবে যতোদিন বাংলাদেশ থাকবে।
আওয়ামী লীগ নেতা চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে আয়োজিত স্মরণ সভায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য খন্দকার গোলাম মাওলা নকশেবন্দী, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সাধারন সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার প্রমুখ বক্তব্য রাখেন।