চট্টগ্রামের করোনার সংক্রমণ সামান্য কমেছে

198

চট্টগ্রাম, ১২ সেপ্টেম্বর, ২০২০ (বাসস) : সংখ্যা ও হার দুই ক্ষেত্রেই চট্টগ্রামে করোনাভাইরাসের সংক্রমণ সামান্য কমেছে। পর পর দু’দিন ৫৩ জন শনাক্তের পর গতকাল শুক্রবার ৪৯ জনের সংক্রমণ ধরা পড়ে। হারও গতকালের তুলনায় কিছুটা কমে ৪ দশমিক ৯৪ শতাংশ হয়েছে। তবে এসময়ে মৃত্যু হয়েছে একজনের।
সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়, গতকাল শুক্রবার চট্টগ্রামের ছয়টি ও কক্সবাজারের একটি ল্যাবে ৯৯২ টি নমুনা পরীক্ষা করা হয়। নতুন করে সংক্রমিত ৪৯ জনের মধ্যে শহরের বাসিন্দা ৩৪ জন ও গ্রামের ১৫ জন। জেলায় মোট করোনা সংক্রমণের সংখ্যা এখন ১৭ হাজার ৭৯৯ জন। অন্যদিকে, মৃতের সংখ্যা বেড়ে ২৭৮ জন হয়েছে।
ল্যাবভিত্তিক রিপোর্টে জানা যায়, ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে সর্বোচ্চ ৩১৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ৪ জনের শরীরে করোনার ভাইরাস পাওয়া যায়। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ২৩৯ জনের নমুনা পরীক্ষায় ১০ জন করোনাক্রান্ত বলে শনাক্ত হন।
এছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১৬০টি নমুনার মধ্যে ১৬টি পজিটিভ চিহ্নিত হয়। চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৪৫ জনের নমুনা পরীক্ষা করে ১ জন করোনার ভাইরাসবাহক বলে জানা যায়। নগরীর বেসরকারি দু’টি ল্যাব ইম্পেরিয়াল হাসপাতালে ৭৮ ও শেভরনে ৫০ জনের নমুনা জমা হয়। পরীক্ষায় যথাক্রমে ১৩ জন ও ৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়। এদিন চট্টগ্রামের ৫টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে। তবে এর কোনোটিতে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েনি।
গত তিনদিনের রিপোর্ট বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার চট্টগ্রামে ৫৪ জন পজিটিভ শনাক্ত হন। সংক্রমণ হার নির্ণিত হয় ৫ দশমিক ৫৬ শতাংশ। বুধ ও বৃহস্পতিবার পর পর দু’দিন ৫৩ জনের সংক্রমণ ধরা পড়ে। হার যথাক্রমে সর্বনি¤œ ৩ দশমিক ৯০ শতাংশ ও ৫ দশমিক ৩৪ শতাংশ। গতকাল সংক্রমণের সংখ্যা ও হার দু’ক্ষেত্রেই আগের দিনের চেয়ে কিছুটা কমেছে।
এদিকে, গতকাল শুক্রবার জাতীয় পর্যায়ে সংক্রমণ হার ছিল ১২ দশমিক ১৫ শতাংশ। এদিন, সারাদেশে ১৪,৭৪৭ জনের নমুনা পরীক্ষায় ১,৭৯২ জন পজিটিভ শনাক্ত হন।