বাসস ক্রীড়া-৮ : বিশ্বরেকর্ড গড়তে যাচ্ছে ইংল্যান্ড

136

বাসস ক্রীড়া-৮
ক্রিকেট-ইংল্যান্ড-এক হাজার টেস্ট
বিশ্বরেকর্ড গড়তে যাচ্ছে ইংল্যান্ড
বার্মিংহাম, ৩১ জুলাই ২০১৮ (বাসস) : আগামীকাল বার্মিংহামের এডজবাস্টনে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলতে নামছে ইংল্যান্ড ক্রিকেট দল। এ টেস্ট দিয়ে ক্রিকেটে প্রথম দল হিসেবে হাজারতম টেস্ট খেলতে নামছে ইংলিশরা।
টেস্ট ফরম্যাটে আজ অবধি কোন দলই ১ হাজার টেস্ট খেলতে পারেনি। প্রথম দল হিসেবে ইংল্যান্ডই এমন রেকর্ড করতে যাচ্ছে। ইংল্যান্ডের ইতিহাস সৃষ্টির ম্যাচে সাক্ষী হবে ভারত। সৌভাগ্য বিরাট কোহলির দলের।
১৮৭৭ সালের ১৫ মার্র্চ টেস্ট ক্রিকেটের প্রথম ম্যাচে মেলাবোর্নে লড়েছিলো অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। সেটিই ছিলো অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের প্রথম টেস্ট। এরপর এখন পর্যন্ত ৯৯৯টি টেস্ট খেলেছে তারা। টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড এটি। এই রেকর্ড আরও বড় করতে যাচ্ছে ইংল্যান্ড। ভারতের বিপক্ষে বার্মিংহামে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামলেই বিশ্ব ক্রিকেটে এক অনন্য ইতিহাসের জন্ম দিবে ইংল্যান্ড।
৯৯৯ ম্যাচে অংশ নিয়ে এখন পর্যন্ত ৩৫৭টি জয়, ২৯৭টি হার ও ৩৪৫টি ম্যাচ ড্র করেছে ইংল্যান্ড। এরমধ্যে দেশের মাটিতে ৫১০ ম্যাচ খেলেছে ইংলিশরা। ২১৩টি জয়, ১১৯টি হার ও ১৭৮টি ম্যাচ ড্র করেছে ইংল্যান্ড।
ইংল্যান্ডের পরই টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়া। ৮১২ ম্যাচ খেলে সবচেয়ে বেশি টেস্ট খেলার তালিকায় দ্বিতীয় স্থানে অসিরা। তবে অস্ট্রেলিয়ার জয় ইংল্যান্ডের চেয়েও বেশি। ৩৮৩ ম্যাচে জিতেছে তারা। ২১৯টি ম্যাচে হার ও ২০৮টি ম্যাচে ড্র করেছে অস্ট্রেলিয়া।
তৃতীয় স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজ খেলেছে ৫৩৫ ম্যাচ। ৫২২ ম্যাচ খেলে চতুর্থস্থানে রয়েছে ভারত। ২০০০ সালে টেস্ট অভিষেকের পর আজ অবধি ১০৮টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। ১০টি জয়, ৮২টি হার ও ১৬টি ম্যাচ ড্র করেছে টাইগাররা।
টেস্ট ম্যাচ খেলা দলগুলোর পরিসংখ্যান :
দল ম্যাচ জয় হার টাই ড্র
ইংল্যান্ড (১৮৭৭-২০১৮) ৯৯৯ ৩৫৭ ২৯৭ ০ ৩৪৫
অস্ট্রেলিয়া (১৮৭৭-২০১৮) ৮১২ ৩৮৩ ২১৯ ২ ২০৮
ওয়েস্ট ইন্ডিজ (১৯২৮-২০১৮) ৫৩৫ ১৭১ ১৮৮ ১ ১৭৫
ভারত (১৯৩২-২০১৮) ৫২২ ১৪৫ ১৬০ ১ ২১৬
দক্ষিণ আফ্রিকা (১৮৮৯-২০১৮) ৪২৭ ১৬১ ১৪২ ০ ১২৪
নিউজিল্যান্ড (১৯৩০-২০১৮) ৪২৬ ৯২ ১৭০ ০ ১৬৪
পাকিস্তান (১৯৫২-২০১৮) ৪১৫ ১৩৪ ১২৩ ০ ১৫৮
শ্রীলংকা (১৯৮২-২০১৮) ২৭৪ ৮৮ ১০১ ০ ৮৫
বাংলাদেশ (২০০০-২০১৮) ১০৮ ১০ ৮২ ০ ১৬
জিম্বাবুয়ে (১৯৯২-২০১৭) ১০৫ ১১ ৬৭ ০ ২৭
আফগানিস্তান (২০১৮-২০১৮) ১ ০ ১ ০ ০
আয়ারল্যান্ড (২০১৮-২০১৮) ১ ০ ১ ০ ০
বাসস/এএমটি/১৭১৫/মোজা/স্বব