বাসস ক্রীড়া-১৪ : গার্দিওলার চোখে ডি ব্রুইনা বিশ্বসেরা মিডফিল্ডার

197

বাসস ক্রীড়া-১৪
ফুটবল-ম্যানসিটি-গার্দিওলা-ডি ব্রুইনে
গার্দিওলার চোখে ডি ব্রুইনা বিশ্বসেরা মিডফিল্ডার
লন্ডন, ১১ সেপ্টেম্বর ২০২০ (বাসস/এএফপি): প্রিমিয়ার লীগের প্রস্তুতি নিয়ে ব্যস্ত থাকা ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনার ভুয়সী প্রশংসা করেছেন। স্প্যানিশ এই কোচের দৃস্টিতে ডি ব্রুইন বিশ্বসেরা মিডফিল্ডার।
২০১৯-২০ মৌসুমে দুর্দান্ত পারফর্মেন্সের জন্য চলতি সপ্তাহে ডিব্রুইনাকে বর্ষ সেরা পেশাদার ফুটবলারের খেতাবে ভুষিত করেছে প্রফেশনাল ফুটবলার এসোসিয়েশন। আসরে তিনি রেকর্ড সংখ্যক ২০ গোলে সহায়তা করেছেন।
সিটি টিভিতে ‘মেড ইন বেলজিয়াম’ নামে একটি ডকুমেন্টারি করা হয়েছে ডি ব্রুইনের ক্যারিয়ার নিয়ে। সেখানে গার্দিওলা বলেছেন,‘ সে মাস্টারক্লাস খেলোয়াড়। আমি আমার জীবনে যে সব খেলোয়াড়দের কোচিং করিয়েছি তাদের মধ্যে সেরা খেলোয়াড়দের একজন হচ্ছে ডি ব্রুইনা। এই মুহুর্তে সে-ই সেরা। মিডফিল্ডার হিসেবে এখন সে বিশ্বসেরা।’
এদিকে সিটির সাবেক অধিনায়ক ভিনসেন্ট কম্পানি মনে করেন ডি ব্রুইনার জন্য গার্দিওলা হচ্ছেন সঠিক কোচ।
বাসস/এএফপি/এমএইচসি/২০০০/স্বব