বাজিস-২ : বগুড়ায় বিএসটিআই’র সনদ ছাড়া ভোজ্যতেল বাজারজাত করায় জরিমানা

107

বাজিস-২
বগুড়া-জরিমানা
বগুড়ায় বিএসটিআই’র সনদ ছাড়া ভোজ্যতেল বাজারজাত করায় জরিমানা
বগুড়া, ১১ সেপ্টেম্বর ২০২০ (বাসস): জেলায় বিএসটিআই-এর লাইসেন্স (সনদ) ছাড়া পণ্যের মোড়কে মনোগ্রাম ব্যবহার ও ভোজ্য তেল বাজারজাত করার দায়ে এফএফ গ্লোবাল বিডি নামে স্থানীয় একটি প্রতিষ্ঠানকে আজ একলাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে সদরের কৈচড় বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে এই অর্থদ- প্রদান করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম কামরুল ইসলাম ও পাপিয়া সুলতানা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম কামরুল ইসলাম জানান, বিএসটিআই-এর লাইসেন্স ছাড়া অবৈধভাবে ব্যবসা পরিচালনা করার অপরাধে সদরের কৈচড়ের মাই এফএফ গ্লোবাল বিডির মালিক নাহিদ মামুন সারওয়ারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে একলাখ টাকা জরিমানা করা হয়।
বাসস/সংবাদদাতা/১৮১১/এমকে