বাসস দেশ-৮ : ঘোড়াঘাট থানার ওসি প্রত্যাহার

114

বাসস দেশ-৮
ওসি-প্রত্যাহার
ঘোড়াঘাট থানার ওসি প্রত্যাহার
ঢাকা, ১১ সেপ্টেম্বর, ২০২০ (বাসস): দিনাজপুরের ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।
আজ শুক্রবার তাকে ঘোড়াঘাট থানা থেকে প্রত্যাহার করা হয়। এছাড়া রংপুর সদর থানার ইন্সপেক্টর আজিম উদ্দিনকে ঘোড়াঘাট থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্ব দেয়া হয়েছে।
দিনাজপুর জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আনোয়ার হোসেন বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পুলিশের রুটিন ওয়ার্ক অনুযায়ী ঘোড়াঘাট থানার বর্তমান ওসি আমিরুল ইসলামকে সেখান থেকে ক্লোজড করে রংপুর রেঞ্জ অফিসে সংযুক্ত করা হয়েছে। তার স্থলে রংপুর সদর থানার ইন্সপেক্টর আজিম উদ্দিনকে ঘোড়াঘাট থানার নতুন ওসি হিসেবে নিয়োগ করা হয়েছে।
বাসস/এএসজি/এমএমবি/১৬০০/-কেকে