মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি ও বঙ্গবন্ধুকে অবমাননার অভিযোগে ঢাবির শিক্ষককে অব্যাহতি

166

ঢাকা, ১০ সেপ্টেম্বর, ২০২০ (বাসস) : মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি ও বঙ্গবন্ধুকে অবমাননার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে চাকুরী থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।
বুধবার উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে সিন্ডিকেটের সভায় ট্রাইবুনালের সুপারিশ অনুযায়ী শাস্তিমূলক এই ব্যবস্থা গ্রহণ করা হয়।
সভার সুপারিশ অনুযায়ী মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননা করার জন্য বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খানকে চাকুরী থেকে অব্যাহতি দেয়া হয়।
এদিকে,যৌন হয়রানি সংক্রান্ত কারনে থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সাবেক অধ্যাপক ড. মো. সাইফুল ইসলামকে চাকুরী থেকে বরখাস্ত এবং অননুমোদিতভাবে বিদেশে অবস্থান করায় পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক রাদিয়া তাইসিরকে চাকুরী থেকে অব্যাহতি প্রদান করা হয়।
অন্যদিকে,একাডেমিক কাউন্সিলের সুপারিশ অনুযায়ী ২৭ জন গবেষককে পিএইচ.ডি ডিগ্রি এবং ১০ জন গবেষককে এম.ফিল ডিগ্রি প্রদান করা হয়।