চট্টগ্রামে রেলওয়ের জমি থেকে ৪৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

259

চট্টগ্রাম, ১০ সেপ্টেম্বর, ২০২০ (বাসস) : চট্টগ্রাম নগরীর দেওয়ানহাট ওভার ব্রিজের নিচে অভিযান চালিয়ে ৪৫০টির অধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান চলে। অভিযানে রেলওয়ের ১ দশমিক ৫২ একর জমি উদ্ধার হয়েছে। অভিযানের নেতৃত্ব দেন রেলওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী।
দেওয়ানহাট এলাকায় রেললাইনের দু’পাশে রেলওয়ের জমিতে দীর্ঘদিন ধরে অবৈধ স্থাপনা গড়ে ওঠে। অবৈধ দোকান পাটের পাশাপাশি সেখানে বসতিও স্থাপন করেন লোকজন। এসব স্থাপনায় মাদক ব্যবসা থেকে শুরু করে নানা রকম অপকর্ম হতো বলে জানা যায়।
নিবার্হী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী বলেন, সকাল ১০টা থেকে এ উচ্ছেদ অভিযান শুরু হয়। এ সময় মাইকিং করে সবাইকে এলাকা থেকে সরে যেতে বলা হয়েছে। বাসিন্দাদের কেউ কেউ এই উচ্ছেদের প্রতিবাদ জানালেও আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় রেলের ১ দশমিক ৫২ একর জমি উদ্ধার করা হয়।