বাসস ক্রীড়া-১২ : সুইডেন ক্রিকেট দলের প্রধান কোচ হলেন রোডস

135

বাসস ক্রীড়া-১২
ক্রিকেট-রোডস
সুইডেন ক্রিকেট দলের প্রধান কোচ হলেন রোডস
নয়া দিল্লি, ১০ সেপ্টেম্বর ২০২০ (বাসস) : সুইডেন জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব পেলেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার জন্টি রোডস।
আগামী নভেম্বর থেকে সুইডেন ক্রিকেট দলের দায়িত্ব নিবেন এই সাবেক ফিল্ডার কিংবদন্তি রোডস।
এক বিবৃতিতে রোডসের সাথে চুক্তি বিষয়টি নিশ্চিত করেছে সুইডিশ ক্রিকেট ফেডারেশন।
বিবৃতিতে সুইডিশ ক্রিকেট ফেডারেশন জানায়, ‘ কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকার রোডসকে নিয়োগ দিয়ে সুইডিশ ক্রিকেট ফেডারেশন জুনিয়র ক্রিকেট ও হাই পারফরম্যান্স ক্রিকেটে বিনিয়োগ করতে চায়।’
আইপিএলের কারনে বর্তমানে দুবাই আছেন রোডস। কিংস ইলেভেন পাঞ্জাবের ফিল্ডিং কোচ তিনি। তার আগে দীর্ঘ দিন মুম্বাই ইন্ডিয়ান্সের কোচিং স্টাফের সাথে জড়িত ছিলেন রোডস।
দক্ষিণ আফ্রিকার হয়ে ৫২ টেস্টে ২৫৩২ ও ২৪৫ ওয়ানডেতে ৫৯৩৫ রান করা রোডস জাতীয় দলের ফিল্ডিং কোচের দায়িত্বও পালন করেছেন।
সুইডেনের দায়িত্ব পেরে উচ্ছসিত ৫১ বছর বয়সী রোডস বলেন, ‘পরিবারসহ সুইডেনে যাওয়া এবং সুইডিশ ক্রিকেটের সঙ্গে কাজ করার জন্য আমি মুখিয়ে আছি। সুযোগটি সঠিক সময়ে এসেছে এবং সম্পূর্ণ নতুন পরিবেশে আমার মেধা কাজে লাগানোর সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ।’
বাসস/এএমটি/১৯০৬/স্বব