করোনা পরীক্ষায় পাস মিঠুন-গিবসন

228

ঢাকা, ১০ সেপ্টেম্বর ২০২০ (বাসস) : করোনা পরীক্ষায় পাস করেছেন বাংলাদেশ দলের ডান-হাতি ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুুন ও বোলিং কোচ ওটিস গিবসন। তাদের করোনার পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। এতে স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ পেল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শ্রীলংকা সফরের আগে ওপেনার সাইফ হাসান ও ট্রেনার নিক লি করোনা আক্রান্ত হয়েছেন। তাতে উদ্বেগ বাড়ে বিসিবির। কোন উপসর্গ না থাকার পরও বর্তমানে আইসোলেশনে থাকতে হচ্ছে সাইফ-লি’কে।
সাইফ-লি বাদে বিসিবির করা গত তিনদিনে ১৮জন ক্রিকেটার ও ১৫জন সাপোর্ট স্টাফের করোনা পরীক্ষায় কারও রিপোর্ট পজিটিভ আসেনি। শ্রীলংকা সফরের আগে ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের তিনবার করে করোনা পরীক্ষা করা হবে।
শ্রীলংকার সফরের জন্য দ্রুতই জাতীয় দল ও হাই পারফরমেন্স (এইচপি) দল ঘোষনা করবে বিসিবি। যাদের নিয়ে পরবর্তীতে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কন্ডিশনিং ক্যাম্প করা হবে।
আসন্ন সফরে জাতীয় দলে স্কোয়াডের সংখ্যা ২২ হতে পারে, এমনই ইঙ্গিত দিয়েছিলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। সিরিজের আগে শ্রীলংকায় মূল অনুশীলন ক্যাম্প হবে। বোর্ড স্কোয়াডে আরও বেশি খেলোয়াড় চায় এবং ফলে স্কোয়াড আরও বড় হবে।
আগামী ২৭ সেপ্টেম্বর শ্রীলংকার উদ্দেশ্যে দেশ ছাড়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। শ্রীলংকায় পৌঁছে সেখানে মূল অনুশীলন পর্ব শুরু করবে টাইগাররা। বাংলাদেশ হাই পারফরমেন্স (এইচপি) দলের সাথে কিছু অনুশীলন ম্যাচও খেলবে জাতীয় দল। লংকান এইচপি দলের সাথে সিরিজের জন্য বাংলাদেশের এইচপি দল সেখানেই অবস্থান করবেন।
বাংলাদেশ-শ্রীলংকার তিন ম্যাচের টেস্ট সিরিজের সূচি এখনো নির্ধারিত হয়নি। তবে বিসিবি ভাষ্য অনুযায়ী, ২৪ অক্টোকর থেকে প্রথম টেস্ট শুরু হবে। প্রথম দু’টেস্টের ভেন্যু হবে ক্যান্ডি। আর তৃতীয় ও শেষ টেস্টের ভেন্যু হবে কলম্বো।