বাসস ক্রীড়া-৭ : বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের মিশনে অস্ট্রেলিয়া

131

বাসস ক্রীড়া-৭
ক্রিকেট-ওয়ানডে
বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের মিশনে অস্ট্রেলিয়া
ম্যানচেষ্টার, ১০ সেপ্টেম্বর ২০২০ (বাসস) : বিশ্ব চ্যাম্পিয়ন স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে আগামীকাল থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করছে সফরকারী অস্ট্রেলিয়া। করোনাকালে ইংল্যান্ড সফরের শুরুতে টি-২০ সিরিজ ২-১ ব্যবধানে হারলেও ওয়ানডে জিততে চায় অসিরা। পক্ষান্তরে টি-২০’র মত ওয়ানডে সিরিজেও অসিদের হারানোর লক্ষ্য নিয়ে মাঠে নামবে স্বাগতিক ইংলিশরা। একই সাথে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখতে চায় ইংল্যান্ড। বিশ্বকাপ সুপার লিগের অংশ ম্যানচেস্টারে সিরিজের প্রথম ওয়ানডে শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।
নিজেদের মাটিতে গত বছর ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড। ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মত ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতে ইংলিশরা। তবে নির্ধারিত ৫০ ওভার টাই হওয়ায় ম্যাচটি সুপার ওভারে গড়ায়। সেখানেও টাই হলে শেষ পর্যন্ত ম্যাচে বাউন্ডারি ও ওভার বাউন্ডারি বেশি থাকায় শিরোপা জিতে ইংল্যান্ড।
গেল বছর জুলাইয়ে বিশ্বকাপের ফাইনালের পর গত ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকা সফরে তিন ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ করে ইংল্যান্ড। আর গেল মার্চ থেকে করোনার কারনে বিশ্ব ক্রিকেট থমকে যায়। এরপর গেল ৮ জুলাই থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে ক্রিকেটকে পুনরায় মাঠে ফেরায় ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজও আয়োজন করে ইসিবি। পরবর্তীতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট ও টি-২০ সিরিজ খেলে ইংল্যান্ড। আইরিশদের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পায় ইংলিশরা। এই সিরিজটি ছিলো বিশ্বকাপ সুপার লিগের প্রথম সিরিজ।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-২০ সিরিজ জয়ের পর ওয়ানডেও জিততে চায় ইংল্যান্ড। দলের অধিনায়ক ইয়োইন মরগান বলেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-২০ সিরিজে আমরা ভালো খেলেছি। ওয়ানডে সিরিজে ভালো খেলার ব্যাপারে আশাবাদি। আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সিরিজটি আমাদের আত্মবিশ্বাস দিচ্ছে। অস্ট্রেলিয়া ভালো দল। ওয়ানডে সিরিজ জিততেই তারা মাঠে নামবে। তবে আমরাও প্রস্তুত।’
এদিকে, ইনজুরি কাটিয়ে ইংল্যান্ড দলে ফিরেছেন ওপেনার জেসন রয়। সাইড স্ট্রেইনের কারণে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-২০ সিরিজে খেলতে পারেননি রয়।।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডের সিরিজের দলে সুযোগ না পেলেও রিজার্ভ স্কোয়াডে আছেন সদ্য টি-২০ ব্যাটসম্যান র‌্যাংকিংএর শীর্ষে ওঠা ডেভিড মালান। টি-২০ সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি।
২০১৫ সালে সর্বশেষ ইংল্যান্ডের মাটিতে ওয়ানডে সিরিজ জিতেছিলো অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচের সিরিজ ৩-২ ব্যবধানে জিতেছিলো তারা। এরপর দু’বার ইংল্যান্ডের বিপক্ষে খেলে, দু’টি সিরিজই হারে অসিরা। এরমধ্যে ২০১৮ সালের জানুয়ারিতে পাঁচ ম্যাচের সিরিজে ইংল্যান্ডের মাটিতে হোয়াইটওয়াশ হয় অস্ট্রেলিয়া। আর গত বিশ্বকাপের মঞ্চে দু’বারের দেখায়, একবার ম্যাচ জিতে অসিরা।
তবে ইংল্যান্ডের মাটিতে সর্বশেষ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের স্মৃতি রোমন্থন করে সর্তক অস্ট্রেলিয়া। দলের কোচ জাস্টিন ল্যাঙ্গার জানান, ‘নিজেদের কন্ডিশনে ইংল্যান্ড খুবই শক্তিশালী। সর্বশেষ সিরিজে সবগুলো ম্যাচই জিতেছে তারা। এরপর নিজেদের মাঠে বিশ্বকাপ জিতে নেয় তারা। র‌্যাংকিংএ শীর্ষেও রয়েছে তারা। ইংল্যান্ডের বিপক্ষে জিততে হলে আমাদের সেরাটা দিতে হবে।’
ইংল্যান্ড দল : ইয়োইন মরগান (অধিনায়ক), মঈন আলি, জোফরা আর্চার, জনি বেয়ারস্টো, টম ব্যান্টন, স্যাম বিলিংস, জস বাটলার, স্যাম কারান, টম কারান, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, ক্রিস ওকস ও মার্ক উড।
অস্ট্রেলিয়া দল : অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), প্যাট কামিন্স (সহ-অধিনায়ক), শন অ্যাবট, অ্যাস্টন আগার, অ্যালেক্স ক্যারি, জশ হ্যাজলউড, মার্নাস লাবুশেন, নাথান লিঁও, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, রিলে মেরেডিথ, জশ ফিলিপ, ড্যানিয়েল স্যামস, কেন রিচার্ডসন, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, এন্ড্রু টাই, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার এবং এডাম জাম্পা।
বাসস/এএমটি/১৭২৮/স্বব