সংক্রমণ বেড়ে যাওয়ায় জাকার্তায় পুনরায় আংশিক লকডাউনের সিদ্ধান্ত

167

জাকার্তা, ১০ সেপ্টেম্বর, ২০২০ (বাসস ডেস্ক) : ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সোমবার থেকে পুনরায় আংশিক লকডাউন চালুর পরিকল্পনা নেয়া হয়েছে। গভর্ণর এসিন বাসওয়েডেন বুধবার এ তথ্য জানিয়ে বলেন, জাকার্তা প্রশাসন ব্যাপকভাবে নিষেধাজ্ঞায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
নতুন এ ঘোষণার তিন মাস আগে লকডাউন তুলে নেয়া হয়েছিল। এর পর সংক্রমণ বাড়তে থাকে। নতুন সিদ্ধান্তের আওতায় অনেক সরকারি অফিস, মসজিদ,রেস্টুরেন্টসহ বিনোদন কেন্দ্রসমূহ বন্ধ থাকবে। এছাড়া গণপরিবহনও কিছু সময়ের জন্যে নিষেধাজ্ঞার আওতায় থাকবে।
জাকার্তায় বুধবার ৫০ হাজারের কাছাকাছি সংক্রমণ সংখ্যা রেকর্ড করা হয়েছে। মারা গেছে ১৩শ’রও বেশি লোক। তবে সরকারি হিসেবের চেয়ে এ সংখ্যা আরো অনেক বেশি বলে ধারণা করা হচ্ছে।