বাজিস-৩ : চাঁদপুরে দাদার কবরের বাঁশ কাটতে গিয়ে সাপের কামড়ে নাতির মৃত্যু

123

বাজিস-৩
চাঁদপুর-সাপের কামরে মৃত্যু
চাঁদপুরে দাদার কবরের বাঁশ কাটতে গিয়ে সাপের কামড়ে নাতির মৃত্যু
চাঁদপুর,১০ সেপ্টেম্বর, ২০২০: (বাসস) : জেলার হাজীগঞ্জ পৌরসভার ধেররা গ্রামে গতাকাল বুধবার মধ্যরাতে দাদার কবরের বাঁশ কাটতে গিয়ে সাপের কামড়ে নাতির মারা গেছে।
এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক রুস্তম আলী খান (৮০) গতকাল বুধবার বিকেলে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরন করেন। তার মৃত্যুর সংবাদে আত্মীয় স্বজনরা বাড়িতে চলে আসেন ।
এরমধ্যেই মৃত রুস্তম খানের নাতি পিকআপ ভ্যান চালক জামাল খান (৩০), দাদার দাফনের জন্য বাড়ির পাশে বাঁশঝাড়ে বাঁশ কাটতে যান। সেখানেই বিষাক্ত সাপের ছোবলে আক্রান্ত হন জামাল খান। এরপর তাকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা দেয়া হয়,। তার অবস্থার অবনতি হলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানেই মারা যায়।
এদিকে, বুধবার রাতেই দাদা রুস্তম খানকে দাফন করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে দাফন সম্পন্ন হয় নাতি জামাল খানের।
এদিকে ছেলে জামাল খানকে হারিয়ে তার বাবা মনু খান জানান, বৃদ্ধ বাবাকে হারিয়ে কষ্ট আেছি। এর মধ্যে চোখের সামনে জলজ্যান্ত ছেলেটাও এভাবে চলে গেলো।
অন্যদিকে হাজীগঞ্জ পৌরসভার মেয়র মাহবুব উল আলম লিপন মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে যান।
বাসস/সংবাদদাতা/১৪৫৫/নূসী