বাজিস-১ : কুষ্টিয়ায় ধর্ষণ মামলায় এক জনের যাবজ্জীবন

115

বাজিস-১
কুষ্টিয়া-যাবজ্জীবন
কুষ্টিয়ায় ধর্ষণ মামলায় এক জনের যাবজ্জীবন
কুষ্টিয়া, ১০ সেপ্টেম্বর, ২০২০ (বাসস) : জেলার খোকসা থানার শিশু ধর্ষণ মামলায় ছানার মাঝি(৩৮) নামের এক জনের যাবজ্জীবন কারাদন্ড ও ৫০হাজার টাকা জরিমানা আদেশ দিয়েছেন আদালত। বৃহষ্পতিবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মো: মশিয়ার রহমান জনাকীর্ণ আদালতে আসামীর উপপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত ব্যক্তি- খোকসা উপজেলার আমবাড়িয়া পূর্বপাড়া গ্রামের বাসিন্দা মৃত: আবেদ আলীর ছেলে ছানার মাঝি(৩৮)।
আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২০ জুন সন্ধা সাড়ে ৬টায় এজাহারকারী শিশুকণ্যা (১০) বাড়ির পাশর্^বর্তী মাঠে ছাগল আনতে যায়। এসময় পূর্ব থেকে ওত পেতে থাকা আসামী ছানার মাঝি শিশুটিকে জোরপূর্বক মুখ চেপে ধরে পাশর্^বর্তী কলা বাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এসময় শিশুটি আর্তচিৎকারে আশপাশের লোক জড়ো হলে আসামী আহত শিশুটিকে মাঠের মধ্যে ফেলে রেখে পালিয়ে যায়। এ এঘটনায় শিশুটির পিতা পরদিন ২১জুন ২০১৯ তারিখে খোকসা থানায় আসামী ছানার মাঝির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযোগ এনে মামলা করেন। মামলাটি তদন্ত শেষে গত বছর ৩১ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করেন পুলিশ।
কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের সরকারী কৌশুলী এ্যাড. আব্দুল হালিম জানান, খোকসা থানার এ শিশু ধর্ষণ মামলার একমাত্র আসামী ছানার মাঝির বিরুদ্ধে অভিযোগ গঠন ও দীর্ঘ স্বাক্ষ্য শুনানী শেষে আসামীর বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত যাবজ্জীবন কারাদন্ড ও ৫০হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ১বছরের কারাদন্ডের আদেশ দিয়েছেন।
বাসস/সংবাদদাতা/১২৫০/নূসী