বাসস ক্রীড়া-১০ : সেমিফাইনালে জেভরেভ-বুস্তা-ওসাকা-বার্ডি

195

বাসস ক্রীড়া-১০
টেনিস-ইউএস ওপেন
সেমিফাইনালে জেভরেভ-বুস্তা-ওসাকা-বার্ডি
যুক্তরাষ্ট্র, ৯ সেপ্টেম্বর ২০২০ (বাসস) : ইউএস ওপেনের পুরুষ এককে সেমিফাইনালে উঠেছেন পঞ্চম বাছাই জার্মানির অ্যালেক্সান্দার জেভরেভ ও বিশতম বাছাই স্পেনের পাবলো কারিনো বুস্তা।
আর নারী এককে শেষ চারে উঠেছেন চতুর্থ বাছাই জাপানের নাওমি ওসাকা ও ২৮তম বাছাই যুক্তরাষ্ট্রের জেনিফার বার্ডি।
কোয়ার্টারফাইনালে জেভরেভ মুখোমুখি হন ২৭তম বাছাই ক্রোয়েশিয়ার বর্না করিচের। প্রথম সেটেই জেভরেভকে চমকে দেন করিচ। ৬-১ গেমে উদ্বোধনী সেট জিতে নেন তিনি। পরের সেটেও জেভরেভকে চাপে রাখেন করিচ। কিন্তু দুর্দান্ত পারফরমেন্সে ট্রাইব্রেকারে সেটটি জিতে নেন জেভরেভ। দ্বিতীয় সেটের স্কোর ছিলো ৭-৬ (৭/৫)।
তৃতীয় সেটেও চাপে পড়েছিলেন জেভরেভ। এবারও টাইব্রেকারে জয় পান তিনি। ৭-৬ (৭/১) গেমে জয় পান জেভরেভ। প্রথম তিন সেট শেষে ২-১ ব্যবধানে এগিয়ে যান জেভরেভ। তাই তৃতীয় সেটটি জিতলেই সেমির টিকিট পেয়ে যাবেন, এই সমীকরন ছিলো তার। সেই সমীকরনে চতুর্থ সেটে করিচকে কোন সুযোগই দেননি জেভরেভ। ৬-৩ গেমে চতুর্থ সেট জিতে সেমিতে নাম লেখান জেভরেভ। ম্যাচটি শেষ হতে সময় লেগেছে ৩ ঘন্টা ২৫ মিনিট।
১২তম বাছাই কানাডার ডেনিস শাপোভালোভের বিপক্ষে জয় পান বুস্তা। ৪ ঘন্টা ৮ মিনিট লড়াইয়ের পর ৩-৬, ৭-৬ (৭/৫), ৭-৬ (৭/৪), ০-৬ ও ৬-৩ গেমে জয় পান বুস্তা।
নারীদের এককে শেষ আটে জয় পেতে মোটেও কষ্ট করতে হয়নি ২০১৮ সালে ইউএস ওপেন জয়ী ওসাকার। অবাছাই যুক্তরাষ্ট্রের শেলবি রর্জাসকে ৬-৩ ও ৬-৪ গেমে হারিয়ে দেন ওসাকা। মাত্র ৮০ মিনিট কোটে ঘাম ঝড়িয়েছেন দু’টি গ্র্যান্ড স্ল্যামের মালিক ওসাকা।
অন্য কোয়ার্টারফাইনালে বার্ডি ৬-৩ ও ৬-২ গেমে হারিয়েছেন ২৩তম বাছাই কাজাকিস্তানের ইউলিয়া পুতিনসিভাকে।
বাসস/এএমটি/২০৫৫/স্বব