বাজিস-৬ : লক্ষ্মীপুরে সেপটিক ট্যাংক পরিস্কার করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু

190

বাজিস-৬
লক্ষ্মীপুর-মৃত্যু
লক্ষ্মীপুরে সেপটিক ট্যাংক পরিস্কার করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু
লক্ষ্মীপুর, ৯ সেপ্টেম্বর ২০২০ (বাসস): জেলার সদর উপজেলায় আজ সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ বুধবার দুপুরে উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের হোগলডহরী গ্রামের চান্দার বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা দুপুর দুইটার দিকে দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
মারা যাওয়া দুই শ্রমিক হলেন- হোগলডহরী গ্রামের মৃত বাসু মিয়ার পুত্র কামাল হোসেন (২৯) ও মৃত দ্বীন মোহাম্মদের পুত্র ফারুক হোসেন (২৪)।
স্থানীয় সূত্রে জানা যায়, সেপটিক ট্যাংক পরিষ্কারের জন্য তিনজ শ্রমিক হোগলডহরী গ্রামের চান্দার বাড়িতে যান। দুই শ্রমিক ট্যাংকে নেমে আর বের হচ্ছিলেন না। এতে ভয়ে তৃতীয় জন আর ট্যাংকে প্রবেশ করেন নি। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ এসে ঘটনাস্থল থেকে দু’জনের মরদেহ উদ্ধার করে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মোসলেহ উদ্দিন জানান, ঘটনাস্থল থেকে দু’জনের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন অনুযায়ি পরবর্তি ব্যবস্থা নেয়া হবে।
বাসস/সংবাদদাতা/২০২৭/এমকে