বিসিবি’র আটজন সাপোর্ট স্টাফের করোনা নেগেটিভ

279

ঢাকা, ৯ সেপ্টেম্বর ২০২০ (বাসস) : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাপোর্টিং স্টাফের আট জনের সকলের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। গতকাল করোনার পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন তারা। এতে অনেকটাই স্বস্তির নিঃশ্বাস বোর্ডে।
বিসিবি’র চিকিৎসক দেবাশিষ চৌধুরি বলেন, ‘গতকাল করোনার নমুনা দেয়া বিসিবি’র সকল সাপোর্টি স্টাফের পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। আমি যতটুকু জানি, গতকাল কোন খেলোয়াড় তাদের নমুনা দেয়নি।’
এ মাসের শেষের দিকে শ্রীলংকা সফরকে সামনে রেখে সম্প্রতি খেলোয়াড়, সাপোর্টি স্টাফ এবং হাই পারফরমেন্স (এইচপি) দলের করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেছে বিসিবি।
গত সোমবার মোট ১৭জন খেলোয়াড় ও সাতজন সাপোর্ট স্টাফ করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। এরমধ্যে টেস্ট দলের ওপেনার সাইফ হাসান ও প্রধান ট্রেনার নিক লি’র রিপোর্ট পজিটিভ আসে। করোনাভাইরাসের কোন লক্ষণ না থাকলেও, তারা ১৪ দিনের আইসোলেশনে থাকবেন তারা।
শ্রীলংকা সফর এগিয়ে আসায়, সাইফ ও লি’র করোনা আক্রান্ত হওয়ায় চিন্তায় পড়েছে বিসিবি। তবে স্বস্তির বিষয়, বিসিবি’র কোন সাপোর্ট স্টাফ করোনায় আক্রান্ত হননি।