বাসস দেশ-৬ : ক্ষুদ্র ঋণের সাভির্স চার্জ কমানোর সুপারিশ সংসদীয় কমিটির

147

বাসস দেশ-৬
কমিটি- সমাজকল্যণ
ক্ষুদ্র ঋণের সাভির্স চার্জ কমানোর সুপারিশ সংসদীয় কমিটির
ঢাকা, ৩১ জুলাই, ২০১৮ (বাসস) : সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় প্রান্তিক মানুষের দারিদ্র্য বিমোচনে দেয়া ক্ষুদ্র ঋণের উপর সাভির্স চার্জ কমানোর সুপারিশ করা হয়েছে।
কমিটির সভাপতি মোঃ মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।
সভায় কমিটির সদস্য মনোরঞ্জন শীল গোপাল, আয়েশা ফেরদাউস, শেখ হাফিজুর রহমান, মোঃ আব্দুল মতিন ও বেগম লুৎফা তাহের সভায় অংশগ্রহণ করেন। এছাড়াও সভাপতির বিশেষ আমন্ত্রণে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ সভায় অংশ নেন।
সভায় পল্লী সমাজসেবা কর্যক্রমের অগ্রগতি, ঋণ বিতরণ, অনাদায়ী অর্থের পরিমাণ সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।
সভায় বর্তমানে রোহিঙ্গা আশ্রয় কেন্দ্রসমূহে চলমান সমাজসেবার কার্যক্রম ও সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বাসস/সবি/এমআর/১৫৪৫/-আসচৌ