উত্তর কোরিয়ায় টাইফুনে প্রায় ৬০টি ব্রিজ ও ২ হাজার বাড়িঘর ধ্বংস

338

সিউল, ৯ সেপ্টেম্বর, ২০২০ (বাসস ডেস্ক): উত্তর কোরিয়ায় টাইফুন মেসাকের আঘাতে প্রায় ৬০টি ব্রিজ ও দুই হাজার বাড়িঘর ধ্বংস হয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা বুধবার এ কথা জানায়।
দেশটির নেতা কিম জং উন বলেছেন, এই ক্ষতি বছরের বাদ বাকী অংশের কেন্দ্রীয় পরিকল্পনাকে ব্যাহত করেছে। টাইফুনের কারণে উত্তর কোরিয়ায় কয়েকদিন ধরে প্রবল বৃষ্টিপাত হয়েছে।
সরকারি বার্তা সংস্থা কেসিএনএ বলেছে, মেসাকের কারণে দুই হাজারেরও বেশি বাড়িঘর এবং শত শত সরকারি ভবন ক্ষমিগ্রস্ত হয়েছে। এছাড়া ৬০ কিলোমিটার সড়ক ও ৫৯টি ব্রিজ ধসে পড়েছে। ৩ হাজার ৫শ’ মিটার রেলপথ ভেসে গেছে।
কিম পিয়ংইয়ং ভিত্তিক ১২ হাজার পার্টি সদস্যকে ক্ষতিগ্রস্ত গ্রামীণ এলাকার পুনরুদ্ধার প্রচেষ্টায় সহায়তা করার নির্দেশ দিয়েছেন। নির্দেশ পেয়ে কাজের উদ্দেশে ছড়িয়ে পড়ার আগে মঙ্গলবার পার্টি সদস্যরা মিলে রাজধানীতে র‌্যালি বের করে। এ সময়ে বাসিন্দারা তাদের শুভেচ্ছা জানায়।
আগামী ১০ অক্টোবর ওয়ার্কাাস পার্টির ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনের আগে পুনরুদ্ধার প্রচেষ্টা সম্পূর্ণ করতে কিম কড়া নির্দেশ দেন।