বাসস দেশ-১৮ : সীতাকুন্ডে ট্রাকের চাপায় এক পথচারী নিহত

117

বাসস দেশ-১৮
দুর্ঘটনা-নিহত
সীতাকুন্ডে ট্রাকের চাপায় এক পথচারী নিহত
চট্টগ্রাম, ৯ সেপ্টেম্বর, ২০২০ (বাসস) : চট্টগ্রামের সীতাকুন্ড এলাকায় ট্রাক চাপায় এক পথচারী নিহত হয়েছে। নিহতের নাম মো. সাইফুল ইসলাম (৩০)।
বুধবার সকাল ১০টার দিকে সীতাকুন্ডের বিটিসিএল গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সাইফুল ইসলামের গ্রামের বাড়ি পটিয়া উপজেলায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবাহি একটি বাসকে ওভারটেক করার সময় পণ্য বোঝাই একটি ট্রাকের চাপায় পথচারী সাইফুল গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক আলাউদ্দিন তালুকদার এ তথ্য নিশ্চিত করে বলেন, ট্রাকের ধাক্কায় গুরুতর আহত সাইফুলকে চমেক হাসপাতালে আনার পর তার মৃত্যু হয়।
বাসস/জিই/কেএস/এফএইচ/১৬৪৫/-কেজিএ