বাসস দেশ-১২ : কোস্ট গার্ডের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

115

বাসস দেশ-১২
কোস্ট গার্ড-ইয়াবা
কোস্ট গার্ডের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক
ঢাকা, ৯ সেপ্টেম্বর, ২০২০ (বাসস) : চট্টগ্রামের টেকনাফ ও আনোয়ারা এলাকায় কোস্ট গার্ডের দু’টি পৃথক অভিযানে ইয়াবাসহ একজন মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে।
কোস্ট গার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতরাতে কোস্ট গার্ড স্টেশান টেকনাফ কর্তৃক টেকনাফ থানার আওতাধীন খুরের ঘাট, সাবরাং মেরিন ড্রাইভ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন একটি সন্দেহজনক মোটর সাইকেলকে থামার সংকেত দিলে মোটর সাইকেলটি সংকেত উপেক্ষা করে দ্রুত পালানোর চেষ্টা করে। কোস্ট গার্ড সদস্যরাও ধাওয়া করলে মোটর সাইকেলের আরোহীরা একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে ফেলে যাওয়া বস্তা তল্লাশী করে ৫৬ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
অন্যদিকে অপর একটি অভিযানে আনোয়ারা থানাধীন গলাকাটা ঘাটের অদূরে একজন সন্দেহজনক লোককে টর্চের আলো দিয়ে থামার সংকেত দিলে লোকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কোস্ট গার্ড সদস্যরা দৌড়ে লোকটিকে আটক করতে সক্ষম হয়। আটককৃত লোকটির পকেটে থাকা একটি সিগারেটের প্যাকেট থেকে ২৩ পিস ইয়াবা এবং ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ করা হয়।
আটককৃত লোকটি দক্ষিণ পূর্ব পাড়ার ২ নম্বর ওয়ার্ডের আনোয়ারা থানার মৃত আবুল কালামের ছেলে মো. শাহাবুদ্দিন (২৮)।
বাসস/সবি/এমএসএইচ/১৫৪০/-কেজিএ