হোয়াইট হাউসে আগামী ১৫ সেপ্টেম্বর চুক্তি স্বাক্ষর করবে ইসরাইল ও আমিরাত

403

ওয়াশিংটন, ৯ সেপ্টেম্বর, ২০২০ (বাসস ডেস্ক): ইসরাইল ও সংযুক্ত আরব আমিরাত আগামী ১৫ সেপ্টেম্বর হোয়াইট হাউসে একটি চুক্তি স্বাক্ষর করবে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় তাদের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করতে তারা এটি করতে যাচ্ছে। মঙ্গলবার এক মার্কিন কর্মকর্তা একথা জানিয়েছেন। খবর এএফপি’র।
উপসাগরীয় কোন দেশের সাথে এটি হচ্ছে ইসরাইলের এ ধরনের প্রথম চুক্তি এবং মিশর ও জর্ডানের পর আরব বিশ্বের কোন দেশের সাথে তাদের এটি তৃতীয় চুক্তি।
ইরানকে দমনে এ অঞ্চলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কৌশলের গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে উপসাগরীয় দেশগুলোসহ মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্র বিভিন্ন দেশ ও এ ইহুদি রাষ্ট্রের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করা।