বাসস দেশ-৩৬ : বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মা মালেকা বেগমের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

188

বাসস দেশ-৩৬
আইনমন্ত্রী-শোক
বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মা মালেকা বেগমের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক
ঢাকা, ৮ সেপ্টেম্বর, ২০২০ (বাসস) : বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মা ‘বীরমাতা’ মালেকা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, এমপি।
আজ এক শোকাবার্তায় আইনমন্ত্রী মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় আইনমন্ত্রী বলেন, বাঙালি জাতি রতœগর্ভা ‘মাতা’ মালেকা বেগমের নিকট চিরকৃতজ্ঞ ও চিরঋণী হয়ে থাকবে। কেননা তাঁর গর্ভে ধারণ করা সন্তান বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রেখেছেন, বাঙালি জাতিকে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ উপহার দেওয়ার জন্য জীবন উৎসর্গ করে গেছেন। মন্ত্রী বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের পাশাপাশি তাঁর মাতা মালেকা বেগমের নামও স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
বাসস/সবি/ডিএ/২০৩৫/এএএ